thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

সূত্রাপুরে পুলিশের গুলিতে ছিনতাইকারী আহত, আটক ২

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১০:০৭:২১
সূত্রাপুরে পুলিশের গুলিতে ছিনতাইকারী আহত, আটক ২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সূত্রাপুরের কলতাবাজার এলাকায় পুলিশের গুলিতে এক ছিনতাইকারী আহত হয়েছে। এ সময় আহত ছিনতাইকারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। ছিনতাইকারীদের কাছে থাকা তিনটি ছুরিও উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আটক একজনের নাম সোহেল (২০)। অপরজনের নাম জানা যায়নি।

সূত্রাপুর থানার উপ-পরিদর্শক আব্দুল হাকিম জানান, ভোর ৬টার দিকে কলতাবাজার এলাকায় চারজন ছিনতাইকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে সোহেল নামে এক ছিনতাইকারী আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ অপর এক ছিনতাইকারীকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এসআর/ইইউ/জেএম/শাহ/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর