thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘ইউক্রেনের নতুন সরকারকে সমর্থন দেওয়া পশ্চিমা দেশগুলোর বড় ভুল’

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১০:৫২:৪৮
‘ইউক্রেনের নতুন সরকারকে সমর্থন দেওয়া পশ্চিমা দেশগুলোর বড় ভুল’

দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেওয়া পশ্চিমা দেশগুলোর ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেব। রাশিয়ার বার্তা সংস্থাগুলো মেদভেদেবের এই মন্তব্য প্রকাশ করেছে।

ইউক্রেনের অন্তর্বর্তীকালীন সরকার সশস্ত্র অভিযানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে বলে মেদভেদেব তার বিবৃতিতে উল্লেখ করেন। তাই ইউক্রেনের অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। আর এতে ইউক্রেনবাসীর জীবনও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করেন মেদভেদেব।

এদিকে, রাশিয়ার প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ানকোভিচ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি বাতিল করলে নভেম্বরে দেশটিতে তীব্র আন্দোলন শুরু হয়। এর জের ধরেই প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানকোভিচকে পদচ্যুত করতে শনিবার সংসদ সদস্যরা তার বিরুদ্ধে ভোট প্রদান করেন। এর পরেই রাজধানী কিয়েভ ছেড়ে যান প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানকোভিচ।

তার অবস্থান সম্পর্কে জানা না থাকায় মঙ্গলবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইউক্রেনের অন্তর্বর্তীকালীন সরকার। এই ঘোষণার পর রাশিয়া-ইউক্রেন সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/আরজে/জেএম/এজেড/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর