thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত

২০১৭ মে ১৭ ২১:২৭:৪৩
চট্টগ্রামে ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে ট্রাকচাপায় মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন সোহেল নিহত হয়েছেন।

বুধবার (১৭ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর ম্যাক্স হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর বাদশা মিয়া সড়কের পাশে দাঁড়িয়ে থাকাবস্থায় একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ দ্য রিপোর্টকে সোহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রদল নেতারা জানান, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের বাসা থেকে বেরিয়ে বাদশা মিয়া রোডে দাঁড়িয়ে থাকাবস্থায় একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় সোহেলকে নগরীর মেহেদীবাগস্থ ম্যাক্স হাসপাতালে নিয়ে গেলে ২০ মিনিট পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মহানগর ছাত্রদল নেতার অকাল মৃত্যুতেশোক প্রকাশ করেছেন বিএনপি ও ছাত্রদল নেতারা।রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতেচট্টগ্রাম মহানগর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দীপ্তি, সিনিয়র সহসভাপতি ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুছাত্রদল নেতা জালাল উদ্দিন সোহেলের অকাল মৃত্যুতেগভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

(দ্য রিপোর্ট/এজে/এম/এনআই/মে ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর