thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যশোরে গাঁজার আসরে হামলায় নিহত ১

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১১:০১:২৪
যশোরে গাঁজার আসরে হামলায় নিহত ১

যশোর অফিস : যশোর সদর উপজেলার মেঘলা গ্রামে গাঁজার আসরে হামলা চালিয়ে একজনকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। হামলায় আহত হয়েছেন আরও দু’জন।

নিহত মুক্তার হোসেন (৩৫) শহরতলীর পাগলাদহ গ্রামের মুন্তাজ আলীর ছেলে। তিনি মেঘলা এলাকায় বসবাস করতেন। আহত দুইজন সাব্বির ও বশির হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সাব্বির সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের হামজার ছেলে। বশির দেয়াড়া গ্রামের হকের ছেলে।

কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ডুমদিয়া গ্রামের একটি আমবাগানে গাঁজার আসরে হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা কয়েকটি বোমা ফাটায় ও ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে এলোপাতাড়ি কোপায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে আনে। হাসপাতালে আনার আগেই মুক্তার মারা যান বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক।

ওসি জানান, বছরখানেক আগে ওই এলাকায় জিয়াদুল ইসলাম জিয়া নামে এক ব্যক্তি খুন হন। ওই খুনের জের ধরে সোমবারের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার ব্যাপারে মঙ্গলবার দুপুর পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানান ওসি।

থানার সেকেন্ড অফিসার জহুরুল হক জানান, আজগর, মন্টুসহ বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।

নিহত মুক্তারের ভাই মতিউর রহমান পুলিশকে জানিয়েছেন, তার ভাই বেশ কয়েকটি মামলার আসামি ছিলেন।

এলাকার একটি সূত্র জানিয়েছে, নিহত মুক্তার চাঞ্চল্যকর লাউজানি ফোর মার্ডার মামলার আসামি ছিলেন।

পুলিশ বিষয়টি অনুসন্ধান করে দেখছে বলে জানান থানার ওসি।

(দ্য রিপোর্ট/একে/জেএম/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর