thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

২৫ ফেব্রুয়ারি ‘সেনা শহীদ দিবস’ ঘোষণার দাবি

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১১:২৮:১৬
২৫ ফেব্রুয়ারি ‘সেনা শহীদ দিবস’ ঘোষণার দাবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিডিআর হত্যাকাণ্ডে নিহত কর্নেল কুদরতের বাবা হাবিবুর রহমান ২৫ ফেব্রুয়ারিকে সেনা শহীদ দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দপ্তরে ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। এ উপলক্ষে মঙ্গলবার বনানীর সামরিক কবরস্থানে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া ও ফাতেহা পাঠ করা হয়।

মহামান্য রাষ্ট্রপতির পক্ষে সকাল ৯টা ১০ মিনিটে তার সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তিন বাহিনীর প্রধান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে নিহতদের সম্মান প্রদর্শনের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ ছাড়া সকালে সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

এ সময় নিহতদের পরিবারের সদস্য এবং সশস্ত্র বাহিনীরউচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/বিকে/এসকে/এজেড/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর