thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার সঠিকভাবে হয়নি’

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১২:০৮:৪৪
‘বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার সঠিকভাবে হয়নি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার সঠিকভাবে হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তড়িঘড়ি করে নাম মাত্র বিচার করা হয়েছে এমন অভিযোগ করে তিনি বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িত যারা আসল নায়ক তাদের বিচার করা হয়নি।’ নিরপেক্ষ তদন্ত দাবি করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি করেন তিনি।

সদ্য কারামুক্ত ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকাকে নিয়ে জিয়াউর রহমানের মাজারে ফুলদান শেষে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ ফ্যাসিষ্ট সরকার, এ সরকারের বিরুদ্ধে জনগণের আন্দোলন অব্যহত আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘অতিদ্রুত নির্বাচনের জন্য জনগণ আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করবে।’

বিএনপি জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে, সরকারের এমন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘যদি কেউ জঙ্গিবাদকে উস্কে দিয়ে থাকে তাহলে সেটি আওয়ামী লীগ, বিএনপি নয়।’

বিএনপি সন্ত্রাসী করে এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগই সন্ত্রাস করে। তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিনা বিচারে ৩০০ জনকে হত্যা করেছে। এর কোনো সঠিক তদন্ত করছে না। এ হত্যার বিচার করছে না। তারা শুধু সন্ত্রাসকে উস্কেই দিচ্ছে না, সন্ত্রাসকে প্রশয়ও দিচ্ছে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার কারামুক্তি উপলক্ষে জিয়ার মাজারে ফুলদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ মহানগরীর নেতারা। ঢাকা মহানগর বিএনপির শত শত কর্মী এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন স্তব্ধ হবে না।’

খোকা বলেন, ‘গত ৫ জানুয়ারি নির্বাচনের নামে প্রহসন হয়েছে। নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। খালেদা জিয়ার আন্দোলন সফল হয়েছে। এই সরকারের রোষানলে পরে অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন। এই আন্দোলন বৃথা যাবে না।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমসি/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর