thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘বিডিআর বিদ্রোহের সঙ্গে স্বাধীনতা বিরোধীরা জড়িত’

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১২:২১:৩১
‘বিডিআর বিদ্রোহের সঙ্গে স্বাধীনতা বিরোধীরা জড়িত’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিডিআর বিদ্রোহের সঙ্গে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তি জড়িত বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেছেন, এটা সত্য মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিই এই হত্যাকা- ঘটিয়েছে। তবে ষড়যন্ত্রকারীরা যতো শক্তিশালাই হোক এবার তাদেরও বিচার হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ন্যাপ (ভাসানী) আয়োজিত বিডিআর শহীদদের স্মরণে আলোচনা সভায় মঙ্গলবার দুপুর ১২টায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ’৭১-র মুক্তিযুদ্ধের সময়ও এতোজন অফিসার মারা যায় নি। সেদিন রাতে আমি পিলখানায় গিয়েছিলাম। এর নেপথ্যে কাড়া কলকাঠি নেড়েছিলো তা সবার জানা। পত্র-পত্রিকায় এসেছে। সাকা চৌধুরী কোটি কোটি বিলি করেছে। বিএনপি নেতা পিন্টুর সাজা হয়েছে। ষড়যন্ত্রকারিদের বিচার আমরা করতে পারিনি, এবার সেই মূল হোতাদেরও বিচার হবে। রাজনৈতিক লেবাস তাদের বাঁচাতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘বিএনপি সরকার আর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা মিলে দশট্রাক অস্ত্র পার্শ্ববর্তী দেশের বিচ্ছিন্নতাবাদীদের কাছে দিতে চেয়েছিলো। তাদের বিচার আমরা করেছি। আমাদের সৌভাগ্য হলো আমরা বিচার না হওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছি। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে এবার তা বাস্তবায়ন করা হবে।’

কামরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে জঙ্গীবাদের যাত্রা শুরু হয়েছিলো ২০০১ সালে। আবারও আল-কায়েদা নেতা জাওয়াহিরি ভিডিও বার্তা পাঠিয়েছে। আল-কায়েদা নেতার বক্তব্য আর বিএনপি-জামায়াত-হেফাজতের বক্তব্য অভিন্ন। আল কায়েদার বাংলাদেশ সংস্করণ হলো জামায়াত আর ভাবশিষ্য হলো বিএনপি।’

ন্যাপের (ভাসানী) সভাপতি মোস্তাক আহমদ ভাসানীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, কাজী আরেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী মাসুদ।

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর