thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

‘ভালো প্রযোজক পেলে চলচ্চিত্র নির্মাণ করব’

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১২:৪৮:৩২
‘ভালো প্রযোজক পেলে চলচ্চিত্র নির্মাণ করব’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরায় শুটিং করছেন পরিচালক মাসুদ সেজান। ‘চলিতেছে সার্কাস’ নামের এই নাটকটি রচনা ও পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন তিনি। এ নাটকে অভিনয় করছেন- মোশাররফ করিম, মৌটুসী বিশ্বাস, রোবেনা রেজা জুঁই, জয়রাজ, সাজ্জাদ রেজাসহ আরও অনেকে। শুটিংয়ের ফাঁকে দ্য রিপোর্টের সঙ্গে নাটক ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন তিনি।

দ্য রিপোর্ট : নাটকটির মূল ভাবনা কী?

সেজান : বর্তমান সমাজে যা ঘটছে, তার সবই সার্কাস। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ঘরে-বাইরে সব জায়গায় চলছে সার্কাস। এখন তো টিকিট কেটে প্যান্ডেলে বসে সার্কাস দেখার কিছু নেই। সমাজের এ সব অসঙ্গতিকে বিনোদনের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই।

দ্য রিপোর্ট : অন্য কোনো নাটক করছেন না কেন?

সেজান : আমি একটির বেশি সিরিয়াল করতে পারি না। দু-তিনটি করার সময় নেই। রেড সিগন্যাল শেষ হওয়ার পর এটা করছি।

দ্য রিপোর্ট : কবে থেকে শুটিং শুরু করেছেন?

সেজান : ৩ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করেছি। ৮-১০ পর্ব হয়ে গেছে।

দ্য রিপোর্ট : এখন তো খুব কম সময়ে নাটক বানানো হয়, সেখানে আপনি নাকি সময় নিয়ে কাজ করেন?

সেজান : হ্যাঁ। আসলে আমি ধরে ধরে কাজ করি। পরিপূর্ণ না হলে শট ওকে করি না। কারণ, আমার গাড়ি-বাড়ি, টাকা-পয়সার লোভ নেই। আমি সঠিক কাজ চাই। এই অঙ্গনে শিল্প নিয়ে কাজ করতে এসেছি। ব্যবসা করতে আসিনি। যাদের বাড়ি-গাড়ির লোভ আছে, তারা ব্যবসা করবেই।

দ্য রিপোর্ট : মানহীন কাজই তো বেশি, উত্তরণের উপায় কী?

সেজান : সাহসী পরিচালক লাগবে, যারা একদিনে ২০টি দৃশ্য চিত্রায়ন করবে না। নাটককে পণ্য মনে করবে না।

দ্য রিপোর্ট : আপনি তো এখনও চিত্রায়নের আগে শিল্পীদের সঙ্গে বসে মহড়া করেন-

সেজান : হ্যাঁ। মহড়া না করে কাজ করি না। কোন শটের পর কোন শট নেব (ক্লোজ শট, টু শট,) সেটাও ঠিক করে ফেলি।

দ্য রিপোর্ট : নাটক প্রচারের সময় অতিরিক্ত বিজ্ঞাপন- যন্ত্রণা দেয় না?

সেজান : তা তো দেয়। কিন্তু এটা একার পক্ষে ঠিক করা সম্ভব নয়। চ্যানেল, বিজ্ঞাপনদাতা সংস্থা সবাইকে এগিয়ে আসতে হবে। অবশ্য নতুন ট্রেন্ড চালু হয়েছে। বাংলাভিশনে আমার রেড সিগন্যাল নাটকে কম বিজ্ঞাপন প্রচার শুরু হয়েছিল। আবার অনেকগুলো চ্যানেলে বিরতিহীন নাটক প্রচার শুরু হয়েছে। এটা অনেক আশাব্যঞ্জক। তবে সমন্বিতভাবে সবার উদ্যোগ নিতে হবে।

দ্য রিপোর্ট : চলচ্চিত্রের কাজ কবে শুরু করবেন?

সেজান : ভালো প্রযোজক পেলে চলচ্চিত্র নির্মাণ করব।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/এজেড/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর