thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ওয়ার্নের নতুন প্রেম!

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১২:৫৪:০৮
ওয়ার্নের নতুন প্রেম!

দ্য রিপোর্ট ডেস্ক : প্রেমের ময়দানেও ‘দুসরা’ ডেলিভারি দিয়ে মাথা ঘুরিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার শেন ওয়ার্ন। লিজ হার্লির সঙ্গে তার সম্পর্কের কথা পুরো দুনিয়া জানে। এরই মধ্যে গুজব উঠেছে নতুন প্রেমে মশগুল এই কিংবদন্তি স্পিনার।

ওয়ার্নকে (৪৪) ‘কিং অফ স্পিন’ নামেই সবাই চেনেন। অন্যদিকে তার নতুন প্রেম মিচেল মোনে (৪২) একজন অন্তর্বাসের সাবেক মডেল। কিন্তু ওয়ার্ন মোনের সঙ্গে কোনো প্রকার সম্পর্কের কথা অস্বীকার করেছেন। মোনেও স্বীকার করতে রাজি হননি। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ওয়ার্ন ব্যাপারটিকে ‘রাবিশ’ বলেছেন। অন্যদিকে মোনের দাবি, তিনি ১৮ মাস ধরে একাই আছেন এবং ক্যারিয়ারে তিনি সফল এবং সুখেই আছেন। মোনে এখন সফল ব্যবসায়ীও।

ইংল্যান্ডের ‘সান’ জানিয়েছে, লন্ডনে ওয়ার্ন ডোরচেস্টার হোটেলে মোনের সঙ্গে রোমাঞ্চ করেছেন। ৪ ঘণ্টারও বেশি সময় ধরে একে অন্যকে নিবিড়ভাবে বুঝেছেন (১৬ ফেব্রুয়ারি)। বিস্ময়ের ব্যাপার হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে’তে হার্লিকে সময় দিয়ে নতুন প্রেমের কাছে ছুটে গিয়েছেন ওয়ার্ন!

(দ্য রিপোর্ট/এমএ/শাহ/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর