thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

কুমিল্লা প্রতিরোধ কমিটির সহ-সভাপতির দুর্নীতি অনুসন্ধানে দুদক

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৩:০৬:৩১
কুমিল্লা প্রতিরোধ কমিটির সহ-সভাপতির দুর্নীতি অনুসন্ধানে দুদক

হাসিব বিন শহিদ, দ্য রিপোর্ট : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আবু রশিদ বাচ্চু খাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


ইতোমধ্যেই কমিশন থেকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালককে এ বিষয়ে অনুসন্ধান করে দ্রুত কমিশনে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। দুদক সূত্র দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছে।


দুদক সূত্র জানায়, দুদকের গঠিত চৌদ্দগ্রাম উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি পদে থাকায় বাচ্চুর বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ কমিশন গুরুত্বের সঙ্গে দেখছে। কমিশনের প্রতিরোধ ও গণসচেতনতা বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে। কমিশন অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই-বাছাই করে সম্প্রতি তার বিরুদ্ধে এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র আরও জানায়, আবু রশিদ বাচ্চুর বিরুদ্ধে বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করাসহ অসামাজিক কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।


অভিযোগ অস্বীকার করে চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান আবু রশিদ বাচ্চু দ্য রিপোর্টকে বলেন, ‘আমি দুদকের ওই পরিচয়ে চলি না। আমার সামাজিক পদ-মর্যাদা রয়েছে। আমি সেই পরিচয়ে চলি। আমি কোনোপ্রকার দুর্নীতির সঙ্গে জড়িত নই। আমার বিরুদ্ধে আনীত এ সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’


তিনি আরও বলেন, ‘দুদকের গঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির তেমন কোনো কাজ নেই। আমরা শুধু অন্যকে দুর্নীতি না করতে উৎসাহিত করতে পারি। মূলত নামমাত্র কমিটি, কিন্তু কোনো কাজ নেই। এ কমিটির কাজে অনেক সময় নিজের অর্থও ব্যয় করতে হয়।’


(দ্য রিপোর্ট/এইচবিএস/এইচএসএম/এজেড/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর