thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ওয়ার্ড কমিশনার আলীম হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৩:৩৭:৩৬
ওয়ার্ড কমিশনার আলীম হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা সিটি কর্পোরেশনের ৬২ নাম্বার ওয়ার্ড (লালবাগ) কমিশনার হাজী মোহাম্মদ আলীম হত্যা মামলায় আটজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. মোহাম্মদ আখতারুজ্জামান মঙ্গলবার এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হারুন, সিরাজ, শহীদ, ফরিদ, মুরশিদ, শওকত, শিবলু ও কামাল। এর মধ্যে হারুন, সিরাজ, শহীদ, ফরিদ ও মুরশিদ আদালতে উপস্থিত ছিলেন। শওকত, শিবলু ও কামাল পলাতক।

আদেশে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মামলায় সাক্ষী হিসাবে ৩৪ জনকে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ১৮ জন সাক্ষ্য প্রদান করেন।

মামলার এজাহারে বলা হয়, ১৯৯৬ সালের ৮ ফেব্রয়ারি বিকেল পৌনে পাঁচটার সময় ভেসপাযোগে মামলার বাদীর বড় দুই ভাই হাজী মো. নাজিমউদ্দিন ও ওই ওয়ার্ডের কমিশনার আলীম বাসায় ফেরার পথে আজিমপুর রোডের গোরে শহীদ মাজার ও মসজিদসংলগ্ন অফিউল্লার হোটেলের গলির মুখে সাইদ, ফরিদ, রশিদ, সালেহ, শওকত, শিবলু, হারুনসহ অজ্ঞাত ৪/৫ আসামি আগ্নেয়াস্ত্র ও চাপাতিসহ আলীমের ওপর আক্রমন চালায়। নাজিমউদ্দিন তার ভাই আলীমকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে আসামিরা তাকেও গুলি করে। চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তারা ঢাকেশ্বরী মন্দিরের রোড দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আলীমকে মৃত ঘোষণা করেন। নাজিমউদ্দিনকে হাসাপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ঘটনার পরদিন লালবাগ থানায় নিহতের ছোট ভাই হাজী মো. বদির উদ্দিন বাদল মামলা দায়ের করেন। মামলা নং ১৪(২)৯৬।

(দ্য রিপোর্ট/জেএ/এমএআর/জেএম/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর