thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘বিএনপি নাকে খত দিয়ে নির্বাচনে অংশ নিয়েছে’

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৩:৫৭:০৯
‘বিএনপি নাকে খত দিয়ে নির্বাচনে অংশ নিয়েছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘একটি দল, যে দলের কোনো নীতি নেই; এরা একটি নির্বাচনে অংশ নেয় অন্যটিতে অংশ নেয় না। জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করেছে তারা বিগত নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছিল। তারা নাকে খত দিয়ে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে।’

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ আওয়ামী ফোরাম আয়োজিত জোহরা তাজউদ্দীনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার দুপুরে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপির আমলে কোনো উপ-নির্বাচনে আমাদের জিততে দেয়নি। স্থানীয় সরকার নির্বাচনেও তারা কারচুপি করেছিল। আমি অবাক হয়ে যাই একদিকে বিএনপি নেতারা প্রতিদিন বক্তব্য-বিবৃতি দেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে না অন্যদিকে তারা নির্বাচনে জয়লাভ করছে। একটি দলের নীতি থাকা উচিত। আবারও প্রমাণ হয়েছে শেখ হাসিনার অধিনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।’

শিবির বিশ্বের তৃতীয় সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি জঙ্গিদের সঙ্গে জোট করেছে। বিএনপি নেতারা জঙ্গিদের পক্ষে বক্তব্য দিচ্ছেন। আজকে যখন সারাবিশ্ব চায় বিএনপি জঙ্গিদের সঙ্গ ত্যাগ করুক। তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেন- আমরা কাদের সঙ্গে জোট করব কী করব না, সেটা আমরাই সিদ্ধান্ত নেব।’

তোফায়েল বলেন, ‘এই দেশ রক্ত দিয়ে যুদ্ধ করে স্বাধীন করেছিলাম। বঙ্গবন্ধু দেশটিকে সুন্দরভাবে সাজানোর কাজ করছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার চেতনাকে নষ্ট করতে চেয়েছিল। এই সেই বিএনপি যারা ২১ আগস্ট দশ ট্রাক অস্ত্র, ২০০৫ সালে ৫০০ স্থানে বোমা হামলা করতে জঙ্গিদের সহযোগিতা করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করেছিল।’

জোহরা তাজউদ্দীনের স্মরণে তিনি বলেন, ১৯৭৫ সালের পর আওয়ামী লীগের হাল ধরে সম্মেলন করে শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলেন। তিনি অনেক পরিশ্রম করেছেন সংগঠনের জন্য। তার ওপর অর্পিত দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেছেন।

সংগঠনের সভাপতি মো. এমরান চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, কায়সার-ই-আলম প্রধান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/এমসি/শাহ/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর