thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

বিনা খরচে পুনরায় হংকংয়ে কর্মসংস্থানের দাবি

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৪:০৯:৩০
বিনা খরচে পুনরায় হংকংয়ে কর্মসংস্থানের দাবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : হংকংয়ে চুক্তি অনুয়ায়ী কর্মসংস্থান না হওয়ায় বিনা খরচে পুনরায় হংকংয়ে কর্মসংস্থানের দাবি জানিয়েছে শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম (শিসউক)।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ছোট মিলনায়তনে মঙ্গলবার দুপুরে আয়োজক সংগঠন শিসউকের মাধ্যমে এ দাবি জানান ভুক্তভোগী ১৩ জন মহিলা।

তারা বলেন, ‘যৌক্তিক কারণ ছাড়া আমাদের দেশে পাঠানো হনো কেন? জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পত্রিকায় প্রকাশিত সরকারিভাবে বিদেশে যাওয়ার জন্য হংকংয়ের রেজিস্ট্রেশন করেছি। হংকং পৌঁছানোর পর আমাদের বলা হয়েছিল ৮ থেকে ৯ ঘণ্টা কাজ করতে হবে। কিন্তু সেখানে ১৭ থেকে ১৮ ঘণ্ট কাজ করানো হতো। খাবারের অনেক কষ্ট ছিল। চাকরির কোনো নিরাপত্তা তারা দেয়নি। হঠাৎ করেই আমাদের চাকরিচ্যুত করে দেশে ফেরত পাঠিয়ে দেয়।’

তারা আরও বলেন, ‘আমরা যাওয়ার আগে ১ লাখ ৪০ হাজার টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়েছিলাম। কিন্তু এখন আমরা সে লোন কীভাবে পরিশোধ করব?’

এ সময় তারা ৩ দফা দাবি উত্থাপন করে বলেন, ‘প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ মওকুফ করতে হবে। চুক্তি অনুযায়ী সাদিয়া ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির কাছ থেকে মাসিক বেতন ও ক্ষতিপূরণ প্রদান এবং বিনা খরচে পুনরায় হংকংয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’

ভুক্তভোগীদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন- সোহেলা ইয়াসমিন রুনা, বিউটি আক্তার, ফারিয়া আক্তার পান্না, শাহীনা ইয়াছমিন, শামছুন নাহার, সুমি আক্তার, রুপালি আক্তার, জেসমিন, সুলতানা পারভিন, বিউটি বেগম, সুমি বিশ্বাস, বেবী নাজনীন, মনোয়ারা বেগম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/এমসি/এজেড/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর