thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

খোকার ডাকে সাড়া দিলেন মহানগর নেতারা

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৪:২৪:১৬
খোকার ডাকে সাড়া দিলেন মহানগর নেতারা

দ্য রিপোর্ট প্রতিবেদক : সদ্য কারা মুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ডাকে সারা দিলেন ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক এই নেতার কারা মুক্তি উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলদান অনুষ্ঠানে শত শত নেতাকর্মী যোগ দেন। মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতাদের নেতৃত্বে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাজারের আশপাশে জড়ো হতে থাকেন কর্মীরা।

নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে মাজার চত্বর। সরকার বিরোধী বিভিন্ন স্লোগানের পাশাপাশি নেতাকর্মীরা বলছেন, ‘খোকা ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’।

সারাদেশে বিএনপির আন্দোলন সফল হলেও মহানগরীতে বিএনপির আন্দোলন ব্যর্থ। এর পেছনে খোকার নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন মহাগনরীর নেতারা।

মহানগরীর এক নেতা নাম প্রকাশ না করার শর্তে দ্য রিপোর্টকে বলেন, ‘২৯ ডিসেম্বর খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসিতে খালেদা জিয়ার ডাকে মহানগীর নেতাদের রাজপথে দেখা যায়নি। আজকে আবার তারা সক্রিয় হয়ে উঠেছে।’

তিনি বলেন, ‘নিজের অবস্থান ধরে রাখতেই তারা এ শোডাউন করে।’

ফুলদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা নগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামসহ মহানগরীর নেতারা।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমসি/জেএম/আরকে/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর