thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘আসামি ছিনতাইয়ের ঘটনা সরকারের দুর্বল দিক’

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৪:৪৭:০০
‘আসামি ছিনতাইয়ের ঘটনা সরকারের দুর্বল দিক’

দ্য রিপোর্ট প্রতিবেদক : পুলিশ হত্যা করে তিন আসামি ছিনতাইয়ের ঘটনা সরকারের দুর্বল দিক বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয়ে মঙ্গলবার শ্রীলঙ্কারহাইকমিশনার সারাথ কে. ওয়েরাগোদার সঙ্গে সৌজন্য সাক্ষৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, এটা অবশ্যই একটা দুর্বল দিক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যোগাযোগমন্ত্রী বলেন, গভর্নমেন্ট সব সময় সুখকর অবস্থায় থাকলে সেটা তো গভর্নমেন্ট নয়, গভর্নমেন্টকে আমাদের মতো দেশে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। এখানে কিছু সুখকর বিষয় আসবে, কিছু বিষয় বিব্রতকর হবে। বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য যে প্রতিকারমূলক ব্যবস্থা আছে সেগুলো নিতে হবে।

পুলিশ হত্যা করে তিন আসামি ছিনতাইয়ের ঘটনায় সরকার বিব্রত কিনা, জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি আনপ্লিজেন্ট। এতে বিব্রত হওয়ার বিষয় তো আছে। সব বিষয় তো সুখকর হয় না। বিব্রতকর পরিস্থিতি এলে কিভাবে মোকাবেলা করলাম, এটা মোকাবেলা করার জন্য আমি বাস্তবভিত্তিক সমাধানে গেলাম কিনা- এটাই মূল কথা। যেখানে যে স্টেপটা নেওয়া দরকার সরকার যদি তা আন্তরিকভাবে নেয়, তবে তো অসুবিধা নেই।

মন্ত্রী আরও বলেন, সরকার এখন থেকে আরও সতর্কতা নিয়ে এগোবে। এটাই সরকারের দায়িত্ব। একটা ঘটনা যেভাবে হোক ঘটে গেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে তো কঠোর হতে হবে।

আওয়ামী লীগের কেউ কেউ এ ঘটনার সঙ্গে জামায়াতের সম্পৃক্ততার কথা বলছেন- এ বিষয়ে মতামত জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিককালের নাশকতা থেকে হয়ত তারা এ কথা বলতে পারেন। তবে আমার মনে হয় এ বিষয়গুলো তদন্ত করার পর ব্যবস্থা নেওয়া উচিত।

শ্রীলঙ্কা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের পিপিপি (সরকারি বেসরকারি অংশীদারিত্ব) প্রকল্পগুলো রাষ্ট্রদূতকে দেওয়া হয়েছে। তারা চাইলে যোগাযোগ খাতে সম্পর্ক গড়ে তুলতে পারে। এছাড়া তামিল টাইগারদের দমনে শ্রীলঙ্কার অভিজ্ঞতা রয়েছে। আমাদের এখানে জঙ্গিবাদ দমনে তাদের এ অভিজ্ঞতা কিভাবে কাজে লাগাতে পারি- সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

‘উচ্ছেদ নয়, উদ্ধার অভিযান’

যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে জানিয়ে যোগযোগমন্ত্রী বলেন, যানজট পরিস্থিতি সহনীয় করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক বসছে বুধবার।

মন্ত্রী বলেন, যানজট পরিস্থিতির উন্নতি ঘটাতে আমি বিভিন্ন স্থানে যাচ্ছি। গুলিস্তানে একদিন যাওয়ার পর এখন সেখানকার যানজট পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যানজট কমাতে আমরা বিভিন্ন স্থানে অভিযানে যাচ্ছি। এটাকে উচ্ছেদ নয়, উদ্ধার অভিযান বলব। আপাতত ড্রেনসহ রাস্তা উদ্ধার করব আমরা। বিকল্প ব্যবস্থা করার পর ফুটপাত উদ্ধার করে হকারদের সরিয়ে দেওয়া হবে।

(দ্য রিপোর্ট/আরএমএম/জেএম/শাহ/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর