thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

পরশুরামে উদ্বেগ-উৎকণ্ঠায় ভোটাররা

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৫:০৬:৪৯
পরশুরামে উদ্বেগ-উৎকণ্ঠায় ভোটাররা

ফেনী প্রতিনিধি : ফেনীর পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচন ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারদলীয় সমর্থিত ১৪ দলীয় মহাজোট প্রার্থীদের সঙ্গে লড়াই হবে ১৯ দলীয় জোটের প্রার্থীদের। নির্বাচন ঘিরে দুই প্রধান জোটের সমর্থক ও ভোটারদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

গত ৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষ ও পরশুরাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু তালেব আহত হওয়ার ঘটনায় ভোটার ও নেতাকর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ওই ঘটনায় ১৯ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের নামে চারটি মামলায় প্রায় পনের শ’ নেতাকর্মীকে আসামি করায় তারা পালিয়ে বেড়াচ্ছেন।

তবে ওই ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। এই নির্বাচনী এলাকায় ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ভোটাররা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে তারা ভোটকেন্দ্রে যাবেন না।

এদিকে পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে এবং ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সে লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্বাচনী এলাকা অর্থাৎ ভিআইপি জেলা হিসেবে পরিচিত এই জেলায় সদ্য অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে ফাঁকা মাঠে গোল দেয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট।

উপজেলা নির্বাচনে বিএনপি-জামায়াত অংশগ্রহণের ঘোষণা দেওয়ায় ভোটারদের মাঝে বিরাজ করছে অন্য রকম আমেজ। নবম জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর সবকটি আসনে চারদলীয় জোট প্রার্থীরা জয়ী হলেও ২০০৯ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে ছয়টি উপজেলার পাঁচটি দখলে নেয় আওয়ামী লীগের প্রার্থীরা। ওই নির্বাচনে জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ ছিল সরকারদলীয় প্রার্থীদের বিরুদ্ধে।

ফেনী জেলা নির্বাচন অফিস জানায়, পরশুরাম উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬৩ হাজার ৩৬৪। এর মধ্যে ৩১ হাজার ১৪৮ পুরুষ ও ৩২ হাজার ২১৬ মহিলা ভোটার। এ উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২৬টি।

পরশুরাম উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে খালেদা নাছরিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৯ দলীয় জোটের পক্ষ থেকে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবু তালেব, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের উপজেলা আমির মাওলানা নুর মোহাম্মদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাছিমা কামরুল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(দ্য রিপোর্ট/আরএইচআর/এমএআর/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর