thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কুষ্টিয়া সরকারি কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৫

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৫:১৭:০১
কুষ্টিয়া সরকারি কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৫

কুষ্টিয়া প্রতিনিধি : আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংষর্ঘে পাঁচজন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলেজ ক্যাম্পাসে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কলেজ ছাত্রলীগের একাংশের নেতা আরশেদ আলীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি কলেজ চত্বর প্রদক্ষিণ শেষে কলেজ ক্যান্টিনের সামনে এসে সমাবেশে মিলিত হয়। কলেজ ছাত্রলীগের অপর গ্রুপের নেতা অন্তর ও কোয়েলের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা হাসুয়া, লাঠি, ও ইট-পাটকেল নিয়ে হামলা চালায়। এ সময় আরশেদ আলী গ্রুপের কর্মী আশিক, বিপ্লব, মিরাজ ও শুভ মারাত্মক আহত হয়।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

(দ্য রিপোর্ট/এফএপি/এমএআর/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর