thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

কবর দখলমুক্ত করতে হাইকোর্টের রুল

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৫:৪২:৫৭
কবর দখলমুক্ত করতে হাইকোর্টের রুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ধলপুরে কবরস্থান দখল করে ব্যক্তিগত স্থাপনা নির্মাণের ওপর স্থিতাবস্থা জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে কবরস্থান রক্ষা ও অবৈধ দখলমুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে এলজিআরডি সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট সাতজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

একই সঙ্গে আগামী তিন সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও সূত্রাপুর থানার ওসিকে আদালতের আদেশ কার্যকর করে তার অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

অপরদিকে একই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঢোলডাঙ্গা নদীতে বাঁশের বেড়া দিয়ে মাটি ভরাট বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত ।

অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে।

আগামী দুই সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, ভূমি সচিব, পানি উন্নয়ন সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ দু’টি রিট আবেদন হিউম্যান পিস ফর বাংলাদেশের পক্ষে আসাদুজ্জামান সিদ্দিকী দায়ের করেন। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম।

(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর