thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

রাজধানীতে লাশবাহী ট্রাকের চাপায় যুবক নিহত

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৫:৪১:৪২
রাজধানীতে লাশবাহী ট্রাকের চাপায় যুবক নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে একটি লাশবাহী ট্রাকের চাপায় আলমগীর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রাস্তা পার হওয়ার সময় মঙ্গলবার দুপুর দেড়টার দিকে লাশবাহী ট্রাকটি চাপা দিলে গুরুতর আহত হন আলমগীর। আহত অবস্থায় পথচারী মুনির হাসান তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাপসপাতাল নিয়ে আসেন। দুপুর আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলমগীর হোসেনের বাবার নাম সৈয়দ আহমদ। সে ৩৬, কাকরাইল, পুরানা পল্টন লেনের ‘সেলিম মটরস’ কারখানায় কাজ করতেন এবং সেখানেই থাকতেন। তার গ্রামের বাড়ি ভোলা সদরে।

ঢামেক ক্যাম্প-ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এসকে/আরকে/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর