thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, কারখানা ছুটি

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৬:১৭:১২
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, কারখানা ছুটি

সাভার প্রতিনিধি : শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ার নলাম এলাকার গ্লোবাল অ্যাটায়ার লিমিটেড নামে পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ওই কারখানায় মঙ্গলবার দুপুরে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।

আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিক অসন্তোষের মুখে ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়ার নলাম এলাকায় শ্রমিকরা বেশ কিছু দিন ধরেই মজুরি বোর্ড ঘোষিত নতুন অবকাঠামোতে বেতন প্রদানের দাবিতে বিক্ষোভ করে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজ না করে বিক্ষোভ শুরু করে।

এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বাড়ি চলে যায়। পরিস্থিতি অবনতির আশঙ্কায় কারখানাটি মঙ্গলবারের মত ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

(দ্য রিপোর্ট/এনএইচ/ইইউ/এসকে/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর