thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৮ রজব 1446

সারাদেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

২০১৩ নভেম্বর ০৭ ১৩:০০:৫০
সারাদেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে। এবার জেএসসি ও জেডিসিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ দুই হাজার ৭৪৬। ৪ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের কারণে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

৪ ও ৬ নভেম্বরের পরীক্ষা দুটো যথাক্রমে শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে। অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে জেএসসিতে ১৫ লাখ ৮৭ হাজার ৩১৩ জন এবং জেডিসিতে তিন লাখ ১৫ হাজার ৪৩৩ শিক্ষার্থী। দেশের দুই হাজার ৪২০টি কেন্দ্রে ২৭ হাজার ৭৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।

এবারের জেএসসি ও জেডিসির পরীক্ষার্থীদের মধ্যে ১০ লাখ সাত হাজার ৬৫৫ ছাত্রী এবং আট লাখ ৯৫ হাজার ৯১ ছাত্র। জেএসসির পরীক্ষার্থীদের মধ্যে আট লাখ ৪১ হাজার ৫৬৬ ছাত্রী এবং সাত লাখ ৪৫ হাজার ৭৪৭ ছাত্র। আর জেডিসির পরীক্ষার্থীদের মধ্যে এক লাখ ৬৬ হাজার ৮৯ ছাত্রী এবং এক লাখ ৪৯ হাজার ৩৪৪ ছাত্র। বাংলা দ্বিতীয়পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র এবং গণিত ছাড়া সব বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হবে।

(দিরিপোর্ট২৪/আরএম/এপি/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর