thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে বজ্রপাতে নিহত ২

২০১৭ জুন ০১ ১৯:৩৭:৪৯
চট্টগ্রামে বজ্রপাতে নিহত ২

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বজ্রপাতে ২ ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আরও ৫ জন গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) ভোরের দিকে উপজেলার ওছমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, ইছাখালী ইউনিয়নের সাহেবদিনগর গ্রামের মৃত মোস্তফার ছেলে মোহাম্মদ আলমগীর (৩৬) ও ওসমানপুর ইউনিয়নের বাঁশখালী গ্রামের মৃত আবদুল্লার ছেলে মোহাম্মদ নুরুন্নবী (৩৯)।

আহতরা হলেন- পশুরাম জলদাশ, মোহাম্মদ আব্দুল হান্নান, অরুন জলদাশ, বজ্রলাল জলদাশও নেপাল জলদাশ।

স্থানীয়রা জানান, ভোর রাতে মুহুরী প্রজেক্ট এলাকায় মৎস্য চাষী মোশারফ হোসেনের মাছের ঘেরে জাল টানার সময় এ ঘটনা ঘটেছে।

ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাত আনুমানিক ৩টার সময় ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকার বাঁশখালিতে মোশারফ হোসেনের মাছের ঘেরে মাছ ধরার জন্য জাল ফেলার কাজ করছিলে। এমন সময় আকস্মিক বজ্রপাতে জাল ফেলার কাজে নিয়োজিত ২ ব্যক্তি নিহত ও আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের মধ্যে অরুন জলদাশের অবস্থা আশংকাজনক।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/জুন ০১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর