thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ইউক্রেনে গঠিত হচ্ছে ‘জাতীয় ঐক্যের সরকার’

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৭:৫৩:২৯
ইউক্রেনে গঠিত হচ্ছে ‘জাতীয় ঐক্যের সরকার’

দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট ওলেক্সান্ডার তার্চিনভ দেশটিতে একটি ‘জাতীয় ঐক্যের সরকার’ গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমা কূটনীতিকরাও এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। খবর বিবিসির।

ইতোমধ্যেই দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে সর্বশেষ গত রবিবার ক্রিমিয়া উপদ্বীপে দেখা গিয়েছিল।

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইয়ানুকোভিচ ও তার সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে ‘নাগরিকদের ওপর গণহত্যা চালানোর’ অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে মারাত্মক অর্থ সংকটে পড়া ইউক্রেনকে জরুরি অর্থ সাহায্যের বিষয়ে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, আইএমএফ থেকে অর্থছাড়ের ব্যাপারে দেশটিকে সব ধরনের সহায়তা করা হবে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টনও ইইউ’র দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আদায়ের জন্য কাজ করে যাচ্ছেন।

ধারণা করা হচ্ছে, ইয়ানুকোভিচ সরকারের সঙ্গে প্রতিশ্রুত ঋণ সহায়তা প্রত্যাহার করে নিতে পারে রাশিয়া।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে ইইউ’কে পাশকাটিয়ে রাশিয়ার সঙ্গে একটি অর্থনৈতিক সহায়তা চুক্তির জেরে শুরু হওয়া আন্দোলনে ইয়ানুকোভিচ সরকারের পতন ঘটল।

(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/এনআই/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর