thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ভেড়ামারা চেয়ারম্যানসহ ৭ বিএনপি নেতাকর্মীকে জেলে প্রেরণ

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৭:৫৮:৫৯
ভেড়ামারা চেয়ারম্যানসহ ৭ বিএনপি নেতাকর্মীকে জেলে প্রেরণ

কুষ্টিয়া প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দায়ের করা বিস্ফোরক মামলায় সদ্য নির্বাচিত কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, বিএনপি নেতা চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান জানবার হোসেনসহ সাত বিএনপি নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার বিকেল ৩টায় এ আদেশ দেন।

আদালত ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদ্য নির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা তৌহিদুল ইসলাম আলমসহ সাতজন উচ্চ আদালতের নির্দেশে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালতের বিচারক আশরাফুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গত ২৯ ডিসেম্বর ভেড়ামারা শহরের মধ্য বাজারস্থ জাসদ অফিসের সামনে বিএনপি নেতাকর্মীদের সংর্ঘষ বাধে। ওই সংঘর্ষের ঘটনায় ভেড়ামারা জাসদের সাধারণ সম্পাদক আনসার আলী বাদী হয়ে ভেড়ামারা থানায় ৬২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিন-চারশ’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওই মামলায় গত ২০ জানুয়ারি তৌহিদুল ইসলাম আলমসহ সাতজনকে শর্তসাপেক্ষে ছয় সপ্তাহের আগাম জামিন দেয় হাইকোর্ট। একই সঙ্গে মঙ্গলবার তাদের নিম্ন আদালতে হাজির হতে বলা হয়।

গত ১০ ফেব্রুয়ারি ওই মামলায় বিএনপি নেতা বশির উদ্দিন বাচ্চু ও যুবদল নেতা শামীম রেজা আদালতে হাজির হলে তাদেরও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।

(দ্য রিপোর্ট/এফএপি/এমএআর/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর