thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘দুর্নীতি প্রতিরোধ না করলে ভারত ভেঙে যাবে’

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৮:২৫:৫২
‘দুর্নীতি প্রতিরোধ না করলে ভারত ভেঙে যাবে’

দ্য রিপোর্ট ডেস্ক : আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘রাজনীতিতে দুর্বৃত্তায়ন প্রতিরোধ না করতে পারলে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।’

বিবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে কেজরিওয়াল আরও বলেন, ভারতে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গাগুলোর জন্য মূলত রাজনীতিকরাই দায়ী।

তিনি বলেন, ‘যদি দুর্নীতি প্রতিরোধ না করা যায়, তাহলে ভারত ফেডারেশন টিকতে পারবে না। কোটি কোটি মানুষ অশিক্ষিত ও গরিব থেকে যাবে।’

কেজরিওয়াল বলেন, ‘ভারতীয়রা প্রথম শ্রেণীর নাগরিক হয়েও তৃতীয় শ্রেণীর শাসনের শিকার হচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডে গেলে আপনি দেখতে পাবেন, ভারতীয়রা নিজেদের কর্মক্ষেত্রে ব্যাপক সাফল্য লাভ করছে। কিন্তু স্বদেশে তারা তেমন উন্নতি করতে পারছেন না। তাই ভারতের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনাই আমার মূল মিশন।’

এএপি ইতোমধ্যেই ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে। তবে কেজরিওয়াল জানান, তিনি প্রধানমন্ত্রী হতে চান না। বরং তিনি নিজেকে একজন নৈরাজ্যবাদী হিসেবে ঘোষণা করেন। ভারতের রাজনৈতিক ব্যবস্থায় একটা ঝাঁকুনি দেওয়াই তার মূল উদ্দেশ্য বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে দিল্লির প্রাদেশিক নির্বাচনে সবাইকে চমকে দিয়ে কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গঠন করে এএপি। কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ লাভ করেন।

কিন্তু মাত্র ৪৯ দিন পরেই কেজরিওয়াল পদত্যাগ করলে দিল্লিতে এএপি সরকারের অবসান ঘটে।

দলটির প্রস্তাবিত একটি দুর্নীতিবিরোধী বিল কংগ্রেস ও বিজেপি আটকে দিলে এর প্রতিবাদে কেজরিওয়াল পদত্যাগ করেন।

(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর