thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রাম আদালতের মালখানায় রাখা পেট্টোল বোমা থেকে অগ্নিকাণ্ড

২০১৭ জুন ০৫ ২২:৩০:৩১
চট্টগ্রাম আদালতের মালখানায় রাখা পেট্টোল বোমা থেকে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম আদালত ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত মহানগর পুলিশের মালখানায় আগুন লেগে পুড়ে গেছে সেখানে রক্ষিত মালামাল। সোমবার (৫ জুন) বিকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে নন্দন কানন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই পুলিশ ও উপস্থিত লোকজন অগ্নিনির্বাপক সিলিন্ডার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে মেট্টোপলিটন মালখানার দায়িত্বে থাকা (তত্ত্বাবধায়ক) এসআই সাঈদ জানান, বিভিন্ন মামলায় জব্দ করা মালামাল রয়েছে আদালত ভবনের তৃতীয় তলায় মালখানায়। সেখানে মামলার আলামত হিসেবে রাখা পেট্টোল বোমার সাথে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। তবে তা দ্রত নিভিয়ে ফেলা হয়েছে। বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর বিপ্লব বড়ুয়া বলেন, ‘দুপুর ৩টার দিকে আদালত ভবনের পুলিশের মালখানায় আগুন লেগেছে এমন খবর পেয়ে দুটি গাড়ি ঘটনাস্থলে গেলেও তার আগে আগুন নিভিয়ে ফেলে। আমরা এ ব্যাপারে বিস্তারিত জানি না।’

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জুন ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর