thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ব্রিজ চ্যাম্পিয়নশিপ শুরু বৃহস্পতিবার

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৮:৫৯:৪৪
ব্রিজ চ্যাম্পিয়নশিপ শুরু বৃহস্পতিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৬টি দল নিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ইস্পাহানী জাতীয় দলগত ব্রিজ চ্যাম্পিয়নশিপ। ঢাকার বাইরের ৪টি দল রয়েছে প্রতিযোগিতায়। ৫টি বাছাই পর্বে খেলতে হবে দলগুলোকে।

আগের আসরগুলোতে বিজয়ীদের শুধু ট্রফি দিলেও এবার চ্যাম্পিয়ন দলকে ৩০ ও রানার্সআপ দলকে ১৮ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন।

এ সময় এমএম ইস্পাহানী গ্রুপের চেয়ারম্যান বেহেরুজ ইস্পাহানী উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার সবগুলো খেলাই ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হবে। আসরের জন্য ২ লাখ ৫০ হাজার টাকার বাজেট ধরা হয়েছে। পুরো টাকাই দিচ্ছে পৃষ্ঠপোষক এমএম ইস্পাহানী গ্রুপ।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর