thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যশোরে পুলিশের গুলিতে ‘সন্ত্রাসী’ আহত

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৯:১৯:১০
যশোরে পুলিশের গুলিতে ‘সন্ত্রাসী’ আহত

যশোর অফিস : যশোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের লড়াই হয়েছে। এ সময় পুলিশের গুলিতে বেশ কয়েকটি মামলার আসামি রনি আহত হন। মঙ্গলবার সন্ধ্যায় শহরের শংকরপুর আশ্রম রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ জানান, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আশ্রম রোডে আধিপত্য বিস্তারের লড়াইয়ে ইয়াসিন গ্রুপ ও রাব্বি গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে তিনটি বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শোয়েব উদ্দিন আহমেদ জানান, মাদক ব্যবসা ও চাঁদাবাজিকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধ রয়েছে। পুলিশকে লক্ষ্য করে তারা বোমা হামলা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ইয়াসিন গ্রুপের সদস্য এবং বেশ কয়েকটি মামলার আসামি রনি ওরফে দাঁতভাঙা রনি (২২) বাম পায়ে গুলিবিদ্ধ হন। তিনি পুলিশের হেফাজতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রনি শহরের আশ্রম রোড এলাকার রুহুল আমিনের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান এসআই শোয়েব উদ্দিন।

(দ্য রিপোর্ট/একে/এনডিএস/সা/ফেব্রুয়ারি ২৫,২ ০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর