thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

যশোরে ঝুঁকিপূর্ণ ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নজরদারি

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৮:৫১:১১
যশোরে ঝুঁকিপূর্ণ ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নজরদারি

যশোর অফিস : যশোরের চার উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের প্রস্তুতি শেষ পর্যায়ে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোয় রাখা হয়েছে বিশেষ নজরদারি।

জেলার বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা ও শার্শা উপজেলায় নির্বাচন এ দিন। আচরণবিধি অনুয়ায়ী মঙ্গলবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা।

যশোর রিটার্নিং অফিসার এ এন এম মঈনুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, ‘সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিও সন্তোষজনক। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে।’

রিটার্নিং অফিসার আরও জানান, চৌগাছার তিনটি গ্রামসহ যে সব এলাকায় আগে সংঘাত হয়েছে ও এখনও সংঘাত হওয়ার আশঙ্কা রয়েছে সে সব স্থানে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রেশমা শারমিন বলেন, ‘চার উপজেলায় এক হাজার ৬৭৭ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া বিজিবি, র‌্যাব, আনসার ও সেনাবাহিনীও নিয়োজিত থাকবে।’

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের জন্য বিজিবি মোতায়েন থাকবে। নির্বাচন পূর্ববর্তী-পরবর্তী সময়ে কেউ যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে নজর রাখা হবে।’

ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী সাবিরা নাজমুল বলেন, ‘উপজেলার গঙ্গানন্দপুর, শিমুলিয়া, নির্বাসখোলা, পানিসারা ও নাভারন এলাকায় প্রতিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থকরা অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করছি। প্রশাসনে বিষয়টি জানানো হয়েছে।’

চৌগাছা উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এসএম হাবিবুর রহমান বলেন, ‘ভোটকেন্দ্রের পরিবেশ বজায় রাখার স্বার্থে আমার নেতাকর্মী-সমর্থকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনে সহায়তা করতে প্রস্তুত। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হোক এটা আমারও কাম্য।’

(দ্য রিপোর্ট/একে/একে/এনআই/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর