thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিডিআর হত্যাকাণ্ড সুপরিকল্পিত : কাজী জাফর

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ২০:২৫:১৫
বিডিআর হত্যাকাণ্ড সুপরিকল্পিত : কাজী জাফর

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ বিডিআর হত্যাকাণ্ডকে একটি সুপরিকল্পিত নীলনকশা হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেছেন, ‘জনগণ মনে করে এ চক্রান্তের সঙ্গে কারা জড়িত ছিল তা এখনও উন্মোচিত হয়নি। অনাগত ভবিষ্যতে এ ঘটনা প্রকৃত তদন্তের মাধ্যমে উদঘাটিত হবে।’

জাতীয় পার্টির গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার পিলখানা ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

কাজী জাফর আহমদ বলেন, ‘এ ঘটনা এক ঢিলে দুই পাখি শিকারের মতো। একদিকে বাংলাদেশের স্বাধীনতার ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী দেশপ্রেমিক সেনাবাহিনীকে এবং ঐতিহ্যবাহী বিডিআর বাহিনীকে ধ্বংস করা হয়েছে। বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের হাতে গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। আগামী দিনে ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থান ঘটিয়ে অবৈধ সরকারের পতন ঘটানো হবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, নওয়াব আলী আব্বাস খান, খালেকুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিন, অ্যাডভোকেট হোসনে আরা আহসান, মনিরা বেগম, জাফর উল্লাহ খান চৌধুরী লাহরী, হাসান হারুন-উর-রশিদ, ছাত্রনেতা ফয়েজ চৌধুরী, সৈকত আহমদ, মো. নাছিফ প্রমুখ।

(দ্য রিপোর্ট/ সাআ/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর