thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

যে রূপ নিতে পারে দুই জঙ্গি

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ২১:০৬:০৯
যে রূপ নিতে পারে দুই জঙ্গি

দ্য রিপোর্ট প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই সদস্য সালাহ উদ্দিন ওরফে সালেহীন ও মিজান ওরফে বোমা মিজান ওরফে জাহিদুল হাসান সুমনকে গ্রেফতারের সহযোগিতা করতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ সদর দফতর।

তাদের সন্ধানদাতাকেও এ পুরস্কারের টাকা দেওয়া হবে। তাদের সম্ভাব্য দৈহিক বর্ণনা দিয়ে ছবি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সদর দফতর।

পলাতক ওই দুই জঙ্গির মূল ছবিসহ সম্ভাব্য বিভিন্ন ধরনের ছবি ও দৈহিক বর্ণনা প্রকাশ করেছে পুলিশ সদর দফতর। মঙ্গলবার সন্ধ্যায় সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত ২৩ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ময়মনসিংহ স্পেশাল জজ আদালতে নেওয়ার পথে ত্রিশাল থেকে জেএমবির তিন জঙ্গিকে ছিনতাই করা হয়। ওই ঘটনার পর গ্রেফতারকৃত জেএমবি সদস্য রাকিব পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

(দ্য রিপোর্ট/এনইউডি/এমএআর/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর