thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বরিশাল সিটি কর্পোরেশনে মার্কিন রাষ্ট্রদূতের সভা

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ২১:০৯:১৬
বরিশাল সিটি কর্পোরেশনে মার্কিন রাষ্ট্রদূতের সভা

বরিশাল অফিস : বরিশাল বিভাগে পাঁচ দিনের সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা সন্ধ্যা ৭টায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় মেয়রের পক্ষ থেকে দেওয়া নৈশ্যভোজেও অংশ নেন মজিনা।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে রাষ্ট্রদূত মজীনার সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন ইউএসএইডের মিশন ডিরেক্টর মিজ জেনিনা জেরুজেলেস্কি।

মতবিনিময়কালে মজীনা কর্পোরেশনের চলমান কর্মকাণ্ড সর্ম্পকে অবহিত হন। কাউন্সিলরদের পক্ষ থেকে অভিজ্ঞতা বিনিময়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার সুযোগ তৈরি করে দিতে রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস, প্যানেল মেয়র কে এম শহিদুল্লাহসহ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/বিএস/এমএআর/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর