thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজশাহীতে আ.লীগ নেতাকে পেটালেন ছাত্রলীগ নেতা!

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ২১:৩৩:৫৪
রাজশাহীতে আ.লীগ নেতাকে পেটালেন ছাত্রলীগ নেতা!

রাজশাহী অফিস: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবদুর রউফ বাবুকে পিটিয়েছেন জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারদিন। মঙ্গলবার সন্ধ্যায় শহরের আলুপট্রি মোড়ে এ ঘটনা ঘটে।

ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবদুর রউফ বাবু বলেন, ‘সন্ধ্যায় আমি পুলিশ লাইন সড়কে ছিলাম। একজনের ফোন পেয়ে মহানগরীর আলুপট্টি মোড়ের একটি চায়ের দোকানে যাই। ওই সময় ফারদিন কয়েকজনকে নিয়ে আড্ডা দিচ্ছিলেন। আড্ডার এক পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয় নিয়ে আমার সঙ্গে ফারদিনের কিছুটা বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে ফারদিন সঙ্গীদের নিয়ে আমার উপর চড়াও হন। কিল-ঘুষি মেরে আমার চোখ জখম করা হয়।

জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারদিন বলেন, ‘কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। ধাক্কাধাক্কি ছাড়া মারপিটের ঘটনা ঘটেনি। রাতে বিষয়টি মীমাংসা করা হয়েছে।’

জেলা ছাত্রলীগ সভাপতি রোকনুজ্জামান রিন্টু বলেন, ‘বিষয়টি শোনার পর উভয়ের মধ্যে সমঝোতা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এমএইচজে/একে/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর