thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বেনাপোলে ভারতীয় কাপড় ও ফেনসিডিল আটক

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ২১:৫২:৪৩
বেনাপোলে ভারতীয় কাপড় ও ফেনসিডিল আটক

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের বড়আঁচড়া ও ঘিবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৯ বেল ভারতীয় থান কাপড় ও ৭৫০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। অভিযানে কোনো চোরাচালানিকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার আইয়ুব আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট সংলগ্ন বড়আঁচড়া সীমান্তে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে ১৯ বেল ভারতীয় থান কাপড় ও ঘিবা বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘিবা সীমান্ত থেকে মঙ্গলবার সকালে ৭৫০ বোতল ফেনসিডিল আটক করে। বিজিবি’র অভিযান টের পেয়ে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যায়। আটককৃত মালামালের মূল্য ৫৩ লাখ ৭৫ হাজার টাকা বলে বিজিবি জানায়। আটককৃত থান কাপড় কাস্টমসে ও ফেনসিডিল ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/জেএইচ/এপি/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর