thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সিলেটে পুলিশকে থাপ্পড় মারলেন যুব মহিলা লীগ নেত্রী

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ২২:৫৩:৫৮
সিলেটে পুলিশকে থাপ্পড় মারলেন যুব মহিলা লীগ নেত্রী

সিলেট অফিস : আইন মেনে চলার কথা বলায় সিলেটে এক ট্রাফিক পুলিশকে থাপ্পড় মেরেছেন যুব মহিলা লীগ নেত্রী। নগরীর জিন্দাবাজারে মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই নেত্রী মিনারা বেগমকে আটক করে পুলিশ। রাত সাড়ে ৯টার দিকে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসবি বিনতে স্বর্ণার জিম্মায় মুচলেকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিন্দাবাজারের সিটি সেন্টারের সামনের রাস্তা দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় ট্রাফিক সিগন্যাল অমান্য করেন যুব মহিলা লীগের অর্থ বিষয়ক সম্পাদক মিনারা বেগম। আইন অমান্য করে তিনি জিন্দাবাজার পয়েন্টের দিকে যেতে চান। ওয়ানওয়ে রাস্তা দিয়ে জিন্দাবাজার পয়েন্টের দিকে যেতে বাধা দেন কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল দেলোয়ার। বাকবিতণ্ডার এক পর্যায়ে মিনারা বেগম কনস্টেবল দেলোয়ারকে থাপ্পড় মারেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দ্য রিপোর্টকে বলেন, ‘ ট্রাফিক কনস্টেবলকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় যুব মহিলা লীগ নেত্রীকে আটক করে থানা হাজতে রাখা হয়। মুচলেকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

(দ্য রিপোর্ট/এমসি/একে/ ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর