thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

কমলগঞ্জের রিজার্ভ ফরেস্ট থেকে পাকিস্তানি বন্দুক উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ২৬ ০০:০২:৫২
কমলগঞ্জের রিজার্ভ ফরেস্ট থেকে পাকিস্তানি বন্দুক উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি : কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জের আদমপুর বনবিটের সংরক্ষিত রিজার্ভ ফরেস্ট এলাকা থেকে একটি একনালা বন্দুক উদ্ধার করেছে বন বিভাগ।

উদ্ধার হওয়া অস্ত্রটি সোমবার রাতে কমলগঞ্জ থানায় হস্তান্তর করেছে বনবিভাগ। বন্দুকটি পাকিস্তানের তৈরি বলে পুলিশ জানিয়েছে।

রাজকান্দি রেঞ্জের ফরেস্টার রবীন্দ্র কুমার সিংহ দ্য রিপোর্টকে জানান, বনবিটের সংরক্ষিত রিজার্ভ ফরেস্টে একদল হরিণ শিকারিকে ধাওয়া করলে বন্দুকটি তারা ফেলে পালিয়ে যায়।

কমলগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান দ্য রিপোর্টকে জানান, বন্দুকটি কমলগঞ্জ থানা হেফাজতে আছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/টিএফ/এফএস/এসবি/এএর/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর