thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

জয়দেবপুর স্টেশন মাস্টার লাঞ্ছিত, দেড় ঘণ্টা ট্রেনচলাচল বন্ধ

২০১৪ ফেব্রুয়ারি ২৬ ০০:১৬:৩৯
জয়দেবপুর স্টেশন মাস্টার লাঞ্ছিত, দেড় ঘণ্টা ট্রেনচলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি : জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউদ্দিনকে মঙ্গলবার রাত পৌনে ৮টায় লাঞ্ছিত করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রুটে ট্রেনচলাচল দেড় ঘণ্টা বন্ধ থাকে। পরে রাত ১০টার দিকে ট্রেনচলাচল শুরু হয়।

রেলওয়ে পুলিশ জানায়, রাত পৌনে ৮টার দিকে জয়দেবপুর রেলস্টেশনে এসে সাখাওয়াত হোসেনের নেতৃত্বে তিনজনের সন্ত্রাসী দল স্টেশন মাস্টার জিয়াউদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় ওই রুমে জয়দেবপুর জংশনের সহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, এসএসএই/ওয়ে আশরাফুল ইসলামসহ কয়েকজন ইপস্থিত ছিলেন।

সহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনার পর জংশনের সব কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতি শুরু করেন। এর ফলে রাত সাড়ে ৮টা থেকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনে আটকা পড়ে। রাত ১০টার দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ট্রেনচলাচল শুরু হয়।

স্টেশন মাস্টার জিয়াউদ্দিন বলেন, রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বুধবার বিষয়টি সুরাহা করার আশ্বাস দেওয়ায় কর্মবিরতি বাতিল করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএফ/এএস/এএল/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর