thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ব্যাটসম্যানদের দুষেছেন মিসবাহ

২০১৪ ফেব্রুয়ারি ২৬ ০১:১৩:১৬
ব্যাটসম্যানদের দুষেছেন মিসবাহ

দ্য রিপোর্ট প্রতিবেদক, ফতুল্লা থেকে : এশিয়া কাপের প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু হয়েছে গতবারের চ্যাম্পিয়নদের। শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার শেষ স্পিলেই হেরে যায় পাকিস্তান। হারার পেছনে ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংকে দোষ দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। তিনি বলেছেন, ‘এটা বেশ ভালো একটি ম্যাচ হয়েছে। আমাদের জেতা উচিত ছিল। আমাদের জুটিটা বেশ ভালো ছিল। হাতে ৬ উইকেট থেকে মাত্র ৪৭ রান প্রয়োজন ছিল। এটা সহজেই করা যেত। কিন্তু ব্যাটসম্যানরা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন।’

এত বড় লক্ষ্য চেজ করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে মিসবাহ বলেছেন, ‘কোনো সমস্যা নেই। আমাদের চেষ্টাটা ভালো ছিল। এভাবেই খেলতে হবে। ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। ম্যাচ ফিনিশ করতে হবে তাদের।’

পাকিস্তান দলে ভালো কিছু বোলার সবসময় থাকে। এমন বোলিং আক্রমণের বিপক্ষেও শ্রীলঙ্কা অবলিলায় ২৯৬ রানের স্কোর গড়েছে। সেই তুলনায় ঢের ভালো বোলিং হয়েছে শ্রীলঙ্কার। বোলিং সম্পর্কে পাকিস্তানের অধিনায়ক বলেছেন, ‘এটা বেশ ভালো স্কোর ছিল। প্রথম ৩৫ ওভারে আমরা কিছু রান বেশি দিয়ে দিয়েছি। অনেকগুলো বাউন্ডারি সহজেই হয়ে গিয়েছিল। তবে শেষ ১৫ ওভারে বোলারা লড়াই করে আমাদের ফিরিয়ে নিয়ে আসে।’ বাংলাদেশে খেলে কখনই অন্য দেশে খেলছি এমন ফিল হয়নি, এমন মন্তব্য করেন মিসবাহ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বাংলাদেশের মাটিতে আমরা খেললে এবং প্রতিপক্ষ বাংলাদেশ ছাড়া অন্য কেউ হলে দর্শক আমাদের উৎসাহ দেয়। এবং মনে হয় আমরা লাহোরে খেলছি।’

তিনি আরও বলেছেন, ‘আমাদের জন্য এখানে প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটি ম্যাচেই জয়ের ফোকাস থাকতে হবে। তাই চেষ্টা থাকবে সেরা খেলাটা খেলা। এটা মুখ্য নয় প্রতিপক্ষকে। আফগানিস্তানকে হাল্কাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এটা একদিনের ম্যাচ। যে কোনো কিছু হতে পারে। এ জন্য শতভাগ দেওয়াটাই জরুরি।’

থ্রিমান্নে ও মালিঙ্গা সম্পর্কে পাকিস্তানের দলপতি বলেছেন, ‘তারা দুজন বেশ ভালো খেলেছেন। থ্রিমান্নে বেশ ভালো খেলেছেন। সে শ্রীলঙ্কাকে ভালো সূচনা এনে দিয়েছেন। এই ইনিংসের উপর ভর করে তিনশ রানের টার্গেট করে তারা। এবং মালিঙ্গা যেই উইকেটগুলো নিয়েছে সেগুলোও বেশ গুরুত্বপূর্ণ ছিল। শেষ সময়ে যদি মালিঙ্গা ৫ উইকেট নিতে না পারত তাহলে তাদের জয় পেতে কষ্ট হতো।’

(দ্য রিপোর্ট/আরআই/ওআইসি/এএস/এএল/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর