thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৪ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ

২০১৪ ফেব্রুয়ারি ২৬ ০২:৪০:৩৫
কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ

দ্য রিপোর্ট ডেস্ক : ভারত অধিকৃত কাশ্মীরে ৭ জন বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসীদের। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসীরা পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের সীমান্তবর্তী জম্মু কাশ্মীরের বনঘেরা কুপওয়ারা এলাকার একটি পুলিশ স্টেশন জ্বালিয়ে দিয়েছেন। সূত্র : আল জাজিরা।

সোমবার ভারতীয় সেনাবাহিনী জানায়, পুলিশের সঙ্গে এক যৌথ অভিযানে রাজধানী শ্রীনগর থেকে ১৪০ কিলোমিটার দূরবর্তী দারদপোরা গ্রামে ৭ জন সন্দেহভাজন সশস্ত্র বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। কাশ্মীরের ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এ অভিযান চালানো হয়।

প্রসঙ্গত, ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগের পর থেকেই দেশ দুটি কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে। দেশ দুটি কাশ্মীরকে দুই ভাগে ভাগ করে নিজেদের দখলেও নিয়ে নেয়।

১৯৮৯ সাল থেকে প্রায় এক ডজন সশস্ত্র সংগঠন ভারতের বিরুদ্ধে লড়াই শুরু করে। এরা কাশ্মীরকে স্বাধীন করার জন্য আর নয়তো পাকিস্তানের সঙ্গে মিলিত করার জন্য লড়াই করছে। এ সংঘাতে এ পর্যন্ত প্রায় লক্ষাধিক মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশীরভাগই বেসামরিক নাগরিক।

(দ্য রিপোর্ট/এমএটি/এসবি/এজেড/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর