thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

অভিযোগ পেলে মন্ত্রী-এমপিদেরও শোকজ

উপজেলায় আ’লীগের ৭ জন বহিষ্কার

২০১৪ ফেব্রুয়ারি ২৬ ০২:৫৪:২৯
উপজেলায় আ’লীগের ৭ জন বহিষ্কার

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মানিকগঞ্জ জেলার সদর উপজেলার সভাপতি জালাল উদ্দিন আহমেদ, মহিলা সম্পাদিকা সালেহা ইসলাম, নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার রুহুল আমিন, নওগাঁ জেলার বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস্কান্দার মির্জা বাচ্চু, কোষাধ্যক্ষ শামসুল আলম খান, ময়মনসিংহ জেলার সদর উপজেলার আফাজ সরকার, ফয়জুর রহমান ফকিরসহ সাতজনকে মঙ্গলবার বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

এদিন সন্ধ্যায় সংসদ ভবনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের এক বৈঠকে বহিষ্কৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করে বহিষ্কারাদেশ দেওয়া হয়। বহিষ্কারের লক্ষ্যে সারাদেশে আরো খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ছাড়া আগামীতে সুনির্দিষ্ট অভিযোগর ভিত্তিতে স্বল্প, দীর্ঘ ও স্থায়ী বহিষ্কারেরও সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, সভায় প্রথম দফা উপজেলা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। প্রসঙ্গক্রমে প্রথম দফা উপজেলা নির্বাচনে জামালপুরে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও পঞ্চগড়ের এমপি নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে দলের প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগ ওঠে। বৈঠকে তাদের বিরুদ্ধে শোকজ করার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আওয়ামী লীগের পক্ষ থেকে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে এক উপজেলায় একই পদে দলের একাধিক প্রার্থী ঠেকাতে কঠোর হুঁশিয়ারি ছিল। কিন্তু প্রথম দফায় তা অনেক জায়গায় কার্যকর হয়নি। দল হিসেবে নেতিবাচক ফল পেয়েছে আওয়ামী লীগ। তাই ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা নির্বাচনকে সামনে রেখে কঠোর পদক্ষেপ বাস্তব রূপ পাচ্ছে। সাতজনের বহিষ্কার সেই ইঙ্গিতের সূচনা বলে জানিয়েছে দলীয় সূত্র।

বৈঠক সূত্র জানায়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যে সমস্ত উপজেলায় একাধিক প্রার্থী থাকবেন, সঙ্গে সঙ্গেই তাদের বহিষ্কার করার ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশ সংশ্লিষ্ট জেলা কমিটিগুলোকে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের প্রতি কোনো মন্ত্রী-এমপি বা জেলা নেতাদের ইন্ধন থাকলে তাদের বিরুদ্ধেও কেন্দ্র থেকে শোকজ করার সিদ্ধান্ত হয়েছে।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও উপজেলা নির্বাচন তদারকির দায়িত্বে থাকা যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মাজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বীর বাহাদুর প্রমুখ।

(দ্য রিপোর্ট/বিকে/এসবি/এজেড/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর