thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

কীভাবে জোড়া লাগাবেন ভাঙা লিপস্টিক

২০১৩ নভেম্বর ০৭ ১৩:৪৬:০২
কীভাবে জোড়া লাগাবেন ভাঙা লিপস্টিক

দিরিপোর্ট২৪ ডেস্ক : ঠোঁট রাঙাতে গিয়ে কিংবা হাত থেকে পড়ে আপনার প্রিয় লিপস্টিকটি কি ভেঙে গেছে? মন খারাপ করার কিছু নেই। নিচের নিয়মগুলো অনুসরণ করে ঝটপট জোড়া লাগিয়ে নিন আপনার প্রিয় লিপস্টিকটি।

প্রথমে লিপস্টিকের ভাঙা অংশটির নিচের দিকটা ম্যাচ কিংবা লাইটারের সাহায্যে গলিয়ে নিন। সবচেয়ে ভালো হয় মোমবাতি দিয়ে গলিয়ে নিলে। তবে, সাবধান পুড়িয়ে ফেলবেন না যেন!

এরপর, গলানো অংশটি মূল লিপস্টিকের ওপর একটু চেপে ধরে সাবধানে লাগিয়ে নিন।

পরে টুথপিকের সাহায্যে জোড়া লাগানো অংশটি সমান করে নিন।মনে রাখবেন খুব সাবধানে কাজটি করতে হবে। নইলে আবার লিপস্টিকটি ভেঙে যাওয়ার আশঙ্কা থাকবে।

সবশেষে লিপস্টিকটি পুরোপুরি জোড়া লাগানোর জন্য একঘণ্টা ফ্রিজে রেখে জমিয়ে নিন। ব্যাস জোড়া লেগে গেলো আপনার লিপস্টিক।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

(দিরিপোর্ট২৪/কেএন/এইচএসএম/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর