thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ভেনিজুয়েলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে

২০১৪ ফেব্রুয়ারি ২৬ ০৪:০৯:৩৮
ভেনিজুয়েলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে

দ্য রিপোর্ট ডেস্ক : ভেনিজুয়েলায় চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওই বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ১৩ জন নিহত হয়েছে। সূত্র : আল জাজিরা।

এদিকে, বিক্ষোভকারীরাও তাদের আন্দোলন আরও জোরদার করতে দেশটির রাজধানী কারাকাসের রাজপথজুড়ে অসংখ্য অবরোধ আরোপ করেছে।

এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা সেনাবাহিনী ও সরকারি বাহিনীর হাত থেকে নিজেদের রক্ষার জন্য লড়াই করছি।’

সরকারবিরোধী বিক্ষোভকারীরা সোমবার বলেছে, সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথের অবরোধগুলো প্রত্যাহার করবেন না।

উল্লেখ্য, ভেনিজুয়েলা ল্যাটিন আমেরিকার সবচেয়ে সংঘাতমুখর দেশগুলোর অন্যতম।

প্রসঙ্গত, মূলত গত বছর দেশটির কিংবদন্তিতুল্য সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মৃত্যুর পর থেকেই দেশটির চলমান রাজনৈতিক সংঘাতের সূচনা হয়। শ্যাভেজের মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট নির্বাচন থেকে ওই সংঘাতের শুরু।

নির্বাচনে শ্যাভেজের উত্তরসূরি সমাজতান্ত্রিক জোটের নেতা নিকোলাস মাদুরো সামান্য ব্যাবধানে সমাজতন্ত্রবিরোধী জোটের প্রার্থী ক্যাপ্রিলেসকে পরাজিত করেন। কিন্তু ক্যাপ্রিলেস কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন।

সম্প্রতি নিকোলাস মাদুরো সরকারের বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মসূচিতে দায়হীনতা ও দুর্নীতির অভিযোগ তুলে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে বিরোধীরা।

(দ্য রিপোর্ট/এমএটি/এসবি/এজেড/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর