thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

নাইজেরিয়ায় বিদ্যালয়ে বোকো হারামের হামলায় নিহত অর্ধশত

২০১৪ ফেব্রুয়ারি ২৬ ০৫:০৮:৪৪
নাইজেরিয়ায় বিদ্যালয়ে বোকো হারামের হামলায় নিহত অর্ধশত

দ্য রিপোর্ট ডেস্ক : নাইজেরিয়ার সশস্ত্র ইসলামী সংগঠন বোকো হারামের জঙ্গিরা দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবে প্রদেশের একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে। সূত্র : বিবিসি।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গিরা বিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে। অনেককে আবার গলা কেটেও হত্যা করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সকে নাইজেরিয়ার পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীদের সবাই বালক শিশু। তাদের কয়েকজনের মৃতদেহ ‘আগুনে পুড়ে ছাই হয়ে গেছে’ বলেও জানায় পুলিশ।

সেনাবাহিনী জানিয়েছে, সোমবার রাতে ওই বিদ্যালয়ের ছাত্রাবাসে এই হামলার ঘটনা ঘটে।

প্রসঙ্গত, বোকো হারাম আধুনিক পশ্চিমা শিক্ষাকে ইসলামের দৃষ্টিতে হারাম বা নিষিদ্ধ মনে করে। বোকো হারাম শব্দের অর্থও আধুনিক পশ্চিমা শিক্ষা হারাম বা নিষিদ্ধ।

(দ্য রিপোর্ট/এমএটি/এসবি/এজেড/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর