thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

গাংনী উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী লিখন

২০১৪ ফেব্রুয়ারি ২৬ ১০:৩৬:৫৭
গাংনী উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী লিখন

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওয়াসিম সাজ্জাদ লিখন। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুকুলকে সমর্থন দিয়েছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে (গাংনী) স্থানীয় সংসদ সদস্য মকবুল হোসেনের বাসভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। একই সঙ্গে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মকলেছুর রহমান মুকুলকে সমর্থন দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, প্রচার সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, গাংনী পৌর মেয়র আহম্মদ আলীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

(দ্য রিপোর্ট/এএকে/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর