thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘কঠোর আন্দোলনে উত্তাল করে তোলা হবে’

২০১৪ ফেব্রুয়ারি ২৬ ১২:৩৯:৫৭
‘কঠোর আন্দোলনে উত্তাল করে তোলা হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ শঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, জঙ্গিবাদের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বর্তমান সরকারই জড়িত।

তিনি বলেন, নির্বাচন কমিশন যদি তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তবে মিছিলে মিছিলে কঠোর আন্দোলনে উত্তাল করে তোলা হবে সারা বাংলাদেশ।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সকালে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

১৯ দলীয় জোটের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, যারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে, তাদের নাম ঠিকানা লিপিবদ্ধ করে রাখতে হবে। সময়মতো এর উপযুক্ত জবাব দেয়া হবে।

সুষ্ঠু নির্বাচন হলে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা ৯৫ ভাগ সাফল্য পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, ময়মনসিংহের ভালুকা থেকে পালাতক জঙ্গি গ্রেফতারের পর তদন্ত করার আগেই ক্রসফায়ার দেয়া হয়েছে, যাতে জনগণের দৃষ্টিকে ভিন্নদিকে সরানো যায়। এই ঘটনার সঙ্গে তারাই (আওয়ামী লীগ) জড়িত।

মন্ত্রিসভার কলেবর বৃদ্ধি সম্পর্কে সাংবাদিদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ সরকারের মন্ত্রিসভা নিয়ে আমাদের বলার কিছু নেই। একটি নির্দিষ্ট স্থানের সমর্থন নিয়ে এ মন্ত্রিসভা চলছে। এখানে জনগণের কোনো সমর্থন নেই ।

এ সময় তিনি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গত ৭ দিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের ওপর নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ করেন। একই সঙ্গে বিভিন্ন এলাকার চিত্র তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, অ্যাডভোকেট রফিক সিকদার প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২৬,২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর