thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ভোটের জন্য প্রস্তুত নোয়াখালীর ৩৬৭টি কেন্দ্র

২০১৪ ফেব্রুয়ারি ২৬ ১২:৫২:৪৫
ভোটের জন্য প্রস্তুত নোয়াখালীর ৩৬৭টি কেন্দ্র

নোয়াখালী প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের নোয়াখালীর পাঁচটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি। নির্বাচন গ্রহণের জন্য প্রয়োজনীয় মালামাল প্রতিটি উপজেলায় পাঠানোসহ ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা বন্ধ থাকবে। উপজেলাগুলো হলো- নোয়াখালী সদর, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সোনাইমুড়ী ও চাটখিল। পাঁচটি পৌরসভাসহ ৪৭টি ইউনিয়নের মোট ৩৬৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলাগুলোয় চেয়ারম্যান পদে ২২, ভাইস চেয়ারম্যান পদে ২২ ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঁচটি উপজেলায় মোট ভোটার ৯ লাখ ৩৫ হাজার ৭৫০ জন, যার মধ্যে ৪ লাখ ৬১ হাজার ২৬৫ জন পুরুষ ও ৪ লাখ ৭৪ হাজার ৪৮৯ জন নারী ভোটার রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নোয়াখালী সদরে একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের ১১৭টি ভোটকেন্দ্র, কবিরহাটের একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ৫৫টি ভোটকেন্দ্র, চাটখিলের একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৫৬টি কেন্দ্র, কোম্পানীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৫৯টি ভোটকেন্দ্র এবং সোনাইমুড়ীর একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৮০টি ভোটকেন্দ্রের মধ্যে অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং অফিসার অনুপম বড়ুয়া জানান, কেন্দ্রগুলোর মধ্যে কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকলেও কোনো প্রার্থীর পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ আসেনি। তবে পাঁচটি উপজেলাতেই আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। তাদের সঙ্গে র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরাও থাকবেন।

(দ্য রিপোর্ট/এইউএম/এফএস/একে/এজেড/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর