thereport24.com
ঢাকা, শনিবার, ১৫ মার্চ 25, ১ চৈত্র ১৪৩১,  ১৫ রমজান 1446

মোদির বিরুদ্ধে লড়বেন কেজরিওয়াল!

২০১৪ ফেব্রুয়ারি ২৬ ১২:৫৫:৩০
মোদির বিরুদ্ধে লড়বেন কেজরিওয়াল!

দ্য রিপোর্ট ডেস্ক : চলতি বছরের মে মাসে অনুষ্ঠিতব্য ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেস নয়; মূলত বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে আম আদমি পার্টি (এএপি)।

এমনকি লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির সঙ্গে কেজরিওয়াল প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জল্পনা-কল্পনা চলছে।

এসব জল্পনা-কল্পনার মধ্যেই আসন্ন নির্বাচনকে সামনে রেখে এএপির প্রধান ও দিল্লির সদ্যবিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মার্চের ৮ ও ৯ তারিখে গুজরাট সফরে যাবেন বলে জানা গেছে।

মোদির শহর থেকেই লোকসভা নির্বাচনের প্রচারণা শুরু করবে এএপি।

বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস ১০০টি আসনও পাবে না। অন্যদিকে বিজেপি ২০০’রও বেশি আসন পেতে পারে বলে এ সব জনমত জরিপে দেখা গেছে।

সম্প্রতি কেজরিওয়াল মোদির সমাবেশ ও হেলিকপ্টার ভ্রমণে অর্থের জোগানের ব্যাপারে প্রশ্ন তোলেন। তিনি মোদির বিরুদ্ধে গ্যাস কোম্পানিগুলোতে বাড়তি সুবিধা দেওয়া ও রিলায়্যান্স ইন্ডিয়া লিমিটেডের কর্ণধার মুকেশ আম্বানির ছত্রছায়ায় থাকায় অভিযোগও তোলেন।

দুর্নীতি ও সাম্প্রদায়িকতা- মূলত এই দুই ইস্যুতে মোদিকে আক্রমণ করবেন কেজরিওয়াল। তবে ২০০২ সালের গুজরাট দাঙ্গার সমালোচনা এখনো মোদিকে তাড়া করে ফেরে। (সূত্র : জি-নিউজ)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর