thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

টুইটারে মোহাম্মদ আলী

২০১৪ ফেব্রুয়ারি ২৬ ১৩:০৮:১৩
টুইটারে মোহাম্মদ আলী

দ্য রিপোর্ট ডেস্ক : ফেসবুক ও টুইটার সামাজিক যোগাযোগের মাধ্যম। মোহাম্মদ আলী মঙ্গলবার প্রথমবারের মতো টুইটারে লিখেছেন। তবে বিশেষ কারণে টুইটারে হাত রেখেছেন এই বক্সিং কিংবদন্তি।

আলী দুনিয়াকে বিস্ময়ে ভাসিয়েছিলেন ৫০ বছর আগে ঠিক এই দিনে। সনি লিসটনকে হারিয়েছিলেন মিয়ামি বিচে। এটিই ছিল আলীর প্রথম হেভিওয়েট বক্সিং শিরোপা।

আবারও এই স্মৃতিকে মনে করিয়ে দিলেন আলী। লিসটনকে যখন আলী হারিয়ে দেন, তখন বিশ্ব চমকে গিয়েছিল। তখন আলীর বয়স ২২ বছর।

টুইটারে আলী লিখেছেন, ‘আমি বিশ্বকে চমকে দিয়েছি লিসটনের বিপক্ষে নৈপুণ্য দেখিয়ে। ৫০ বছর পর আমি এটা টুইটারে লিখলাম।’ টুইটারে আলী একটি লিঙ্কও দিয়েছেন, যেখানে ঐতিহাসিক সেই বিজয়ের পরের ছবিটি রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএ/এজেড/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর