thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

টাঙ্গাইল উপনির্বাচনে কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল

২০১৪ ফেব্রুয়ারি ২৬ ১৩:২৯:৫৬
টাঙ্গাইল উপনির্বাচনে কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র ঋণখেলাপির দায়ে বাতিল ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মো. খুরশিদ আনোয়ার জেলা নির্বাচন অফিসে যাচাই-বাছাইয়ের পর বুধবার সকালে মনোয়নপত্র বাতিলের ঘোষণা দেন।

খুরশিদ আনোয়ার জানান, জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে ৭টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাইয়ে দেখা যায়, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী সোনার বাংলা প্রকৌশলী সংস্থার চেয়ারম্যান থাকাকালে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখা থেকে ঋণ নেন। তিনি ব্যাংকের ঋণখেলাপির তালিকায় রয়েছেন।

বাংলাদেশ ব্যাংক ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) থেকে ঋণখেলাপির চিঠি জেলা নির্বাচন অফিসে আসে।

এ ছাড়াও জাতীয় পার্টির আশরাফ সিদ্দিকীও অগ্রণী ব্যাংক ঢাকা প্রিন্সিপাল শাখায় ঋণখেলাপির তালিকায় রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী আবু সাইদ হলফনামায় স্বাক্ষর না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

যাচাই-বাছাই শেষে উপনির্বাচনে বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাজাহান জয়, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক মিঞা, লিয়াকত আলী এবং জাপা (মঞ্জু) সাদেক সিদ্দিকী।

(দ্য রিপোর্ট/এআর/একে/এজেড/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর