thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

হাবিবুল প্রতিরক্ষা ও শফিউল ভূমি সচিব

২০১৪ ফেব্রুয়ারি ২৬ ১৪:১৫:৫৩
হাবিবুল প্রতিরক্ষা ও শফিউল ভূমি সচিব

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রশাসনে ছয় সচিবের দফতর বদল করা হয়েছে। এ জন্য বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি আদেশ জারি করা হয়।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব চৌধুরী মো. বাবুল হাসান।

ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান শফিউল আলমকে ভূমি সচিব করা হয়েছে। অপরদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত সচিব ড. মো. আবদুর রব হাওলাদারকে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেছুর রহমান ৩ মার্চ অবসরোত্তর ছুটিতে (এলপিআর) যাচ্ছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব একেএম আমির হোসেনকে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমডি/এএইচ/ ফেব্রুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর